ভয়ানক ভূতের গল্পঃ রুম নাম্বার ৩০১
ভয়ানক ভূতের গল্পঃ রুম নাম্বার ৩০১ সম্পূর্ণ পর্ব রাজু সবে মাত্র বিয়ে করেছে। কিছুদিন পূর্বে শহরে তার ভালো একটা চাকরি হয়েছে। তার স্ত্রী দেখতেও অনেক সুন্দরী। তার স্ত্রীর নাম নিলা। কিছুদিন যাবত তাদের সংসার ভালোভাবেই চলে।রাজু নিলা কে নিয়ে শহরের নতুন বাসায় উঠেছে।হঠাৎ একদিন নিলা খুবই অসুস্থ হয়ে পরে।রাজু তখন অফিসে।নিলা রাজুকে কল দিয়ে অসুস্থতার বিষয়ে সবকিছু খুলে বলে।রাজুও তরিঘরি করে বাসায় ফিরে।নিলা বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রাজু নিলাকে সাথে নিয়ে হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা দিল। তারা হাসপাতালে পৌছাতে পৌছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাজু হাসপাতালে গিয়ে দেখে তেমন একটা লোকজন নেই। সে ভাবে হয়তো সরকারী ছুটির দিন, তাই হয়তো লোকজন কম। নিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রিসিপশন থেকে তাদেরকে ৩০১ নাম্বার রুমে পাঠানো হয়। রাজু সাথে দুর্জন নার্স নিয়ে নিলাকে হাসপাতালের তিন তলায় ৩০১ নাম্বার রুমে নিয়ে যাওয়া হয়। রুমটিতে ডুকেই রাজু খেয়াল করে রুমটি স্যাতসেতে হয়ে আছে। পুরো রুম জুরেই মাকড়সা জাল বানিয়ে রেখেছে। হাসপাতালের এই সিট গুলো এত নোংরা কেন? নিলাকে সিটে শুইয়ে দিয়ে নার্স দুইটা চলে যায়। নিলা বিছানায় শুয়ে রাজুর একটা হাত ধর...