Posts

Showing posts from April, 2024

অশুভ ছায়া. সম্পুর্ণ ভূতের গল্পঃ পূর্ব ২

Image
অশুভ ছায়া. সম্পুর্ণ ভূতের গল্পঃ পূর্ব ২  সম্পূর্ণ পর্ব মিঠু প্রতিদিনের মতো রাতে খাওয়াদাওয়া করে,এলাকার সমবয়সী ছেলেদের সাথে আড্ডা দেওয়ার জন্য রাস্তায় বেড়িয়ে পরে। পুরো এলাকাটি একটা গ্রাম। মিঠুর সাথে আড্ডায় যোগ দেয়,খালেদ ও সবুজ। তারা তিনজনে রাস্তায় হাটতেছে। তখন রাত প্রায় নয়টা বাজে। তিনজনেই গল্প করছে আর হাটতেছে,তাদের গন্তব্য সামনের মোড়ে। সেখানে বসে চা পান করবে,আর সোজা গল্প করতে করতে বাড়ি চলে আসবে। চা পান করা শেষে তারা বাড়ির উদ্দেশ্যে বেড়িয়ে পরে। খালেদ ও সবুজ দুজনে দুইটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। মিঠু আবার সিগারেট খায় না। সে ছোটবেলা একবার সিগারেট ধরিয়ে একটা টান দিতেই তার অনেক কাশি এসেছিল। তার কাছে এটা খুবই জঘন্য লাগে। তিনজনে আলাপ করতে করতে অনেকটা পথ চলে আসে। খালেদ বলে দোস্ত জীবনে অনেক ভূতের ঘঠনা শুনেছি আজ পর্যন্ত একটা ভূতও দেখলাম না। মিঠু বলে তোর শুধু ভূতের গল্প। কেন রে?তোর মুখে কি ভূত ছাড়া আর কিছু আসে না। কোথায় একটু তোদের গার্লফ্রেন্ড এর বিষয়ে কথা বলবি ,তা না। শুধু ভূত নিয়ে পরে আছিস! সবুজ বলে তুই কবে যে নিজেই সত্যি কারের ভূতের দেখা পাস কে জানে। মিঠু বলে আরে বাদ দে তো এসব। রাতের বেলা এসব...